মস্কো ক্রেমলিন (রুশ: Моско́вский Кремль, উচ্চারণ: Moskovskiy Kreml, আইপিএ: ]), সাধারনত দ্যা ক্রেমলিন নামে অধিক পরিচিত, মস্কোতে অবস্থিত একটি সুরক্ষিত স্থাপনা। স্থাপনাটি দক্ষিনে মস্কোদা নদী, পূর্বে রেড স্কয়ার এবং সেইন্ট ব্যাসিলস ক্যাথেড্রাল পশ্চিমে আলেক্সান্ডার গার্ডেন অবস্থিত। কমপ্লেক্সটি বর্তমানে রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টের সরকারী বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে।